বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
কৃষক সংগঠনের উদ্যোগে উত্তম কৃষি চর্চার মাধ্যমে শতভাগ নিরাপদ সবজি, ফলসহ খাদ্য উৎপাদন করে দেশের চাহিদা মেটানো ও রপ্তানীর লক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ পার্টনার কংগ্রেসের আয়োজন করে। কংগ্রেসে পার্টনার স্কুলের ৩৬ জন কৃষকসহ ৭০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
অন্যানের মধ্যে আলোচনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম, কৃষকদল সভাপতি মো. জয়নাল আবেদিন, কৃষক মো. লাল মিয়া, সুজন হাওলাদার ও খাদিজা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু।
এফপি/রাজ