পিরোজপুরের নাজিরপুরে বহিষ্কৃত নেতাদের নিয়ে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নাজিরপুর উপদলাদের যুবদলের নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। রোববার ( ২৯ জুন) বিকেলে পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপনের নেতৃত্ব এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
২০২৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাজিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রাসেল সিকদারকে দল থেকে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের নির্দেশ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেঈমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসাবে উচ্চারিত হবে।
অপরদিকে জেলা যুব দলের যুগ্ন আহবায়ক তানজীদ হাসান শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে শ্রীরাম কাঠী ইউনিয়ন যুবদল এর সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম মৃধাকে দল বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতাদের নিয়ে উপজেলায় আনন্দ মিছিল করায় তৃণমূল নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে মিছিল বয়কট করে।
এ ব্যাপারে নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন আনন্দ মিছিলে বহিষ্কৃত রাসেল সিকদার এর অংশগ্রহণ নিশ্চিত করে বলেন, সে মিছিলে অংশগ্রহণ করেছে তবে আমি নিষেধ করায় সে (রাসেল সিকদার) কোন এক নেতার উদ্ধৃতি দিয়ে বলেন সে আমাকে মিছিলে থাকতে বলেছেন।
জানা গেছে, কেন্দ্রীয় নিষেধাজ্ঞা অমান্য করে গত ২০২৩ সালে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে। পরে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমের নৌকা মার্কার পক্ষে নির্বাচন প্রচারণা চালিয়ে দলীয় নেতাকর্মী তোপের মুখে পড়েন। শ্রীরাম কাঠী ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক ফাহিম মৃধা গত উপজেলা পরিষদের নির্বাচনে মোহাম্মদ আলী সিকদারের পক্ষে প্রচারনা চালিয়ে বহিষ্কৃত হন।
পিরোজপুর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদ প্রত্যাশী হাফিজুর রহমান হাফিজ জানান, কেন্দ্রীয় বিএনপি অমান্য করে বহিষ্কৃত নেতাদের নিয়ে আনন্দ মিছিল করা অত্যন্ত দুঃখজনক। দলের সিদ্ধান্ত আছে দল থেকে বহিষ্কৃত নেতাদের সাথে কোন প্রকার সম্পর্ক না রাখার। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে বহিষ্কৃত রাসেল সিকদার কে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখাঁরীকাঠী ইউনিয়ন বিএনপি আহবায়ক এস এম রেজাউল করিম জানান, স্বাগত মিছিলে বহিষ্কৃত একাধিক নেতাদের দেখে আমি তা বয়কট করি।
উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এস এম সিপার জানান, মেয়াদোত্তীর্ণ যুবদল দিয়ে চলছে সংগঠন। উপজেলা সহ প্রতিটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ যুবদলের নেতারা বিএনপির বিভিন্ন পদ পদবী আছেন। আর সেই সুযোগে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন দলে স্বেচ্ছাচারীতা চালাচ্ছে। বর্তমান কমিটি যে সব নেতাকর্মী যুবদল করেন তাদের কর্মসূচিতে ঠিকমত দাওয়াত দেন না।
এ ব্যাপারে, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি। জেলা যুবদলের সদস্য সচিবের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/রাজ