ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় ।
এই পদক্ষেপের পেছনে সম্প্রতি মডেল ও মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে আটক করার ঘটনায় উদ্ভূত সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ৭ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এরপর ১০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য আটকাদেশ দেন ।
মেঘনা আলমের আটকের প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বীকার করেন, “আমরা স্বীকার করছি গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি” । মানবাধিকার কর্মী নূর খান বলেন, “বিদেশি রাষ্ট্রের বন্ধুর মনোতুষ্টির জন্য সরকার এই ঘটনার মধ্য দিয়ে নাগরিকের অধিকার লঙ্ঘন করলো” ।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি সিআইডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে নিয়োগ পান ।
এফপি/রাজ