বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সার্কভুক্ত সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি পরিবারভুক্ত দেশ হিসেবে পাকিস্তান, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।
শফিকুল আলম জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ আগামী বুধবার ঢাকায় আসবেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এই সফরগুলিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি বলেন, "আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে প্রো-বাংলাদেশ।" তিনি আরও জানান, গত সপ্তাহে নেপালের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য উত্তরবঙ্গে জমি খোঁজা হচ্ছে। এটি দক্ষিণ এশীয় পরিবারের সঙ্গে উন্নয়নমূলক সম্পর্কের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক ইউনূস তার শপথ নেওয়ার পর থেকে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়টি তার পররাষ্ট্রনীতির অন্যতম অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, ডি-৮ সম্মেলন, দাভোসের সম্মেলন এবং বাকুতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।
তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি এক ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ এশিয়ায় সবাই জানে কোন দেশ এবং তার কোন কার্যকলাপ সার্কের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তিনি ইঙ্গিত করেন যে, পাকিস্তানের কার্যকলাপ সার্কের কার্যকারিতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বাংলাদেশের এই কূটনৈতিক উদ্যোগ দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এফপি/রাজ