পাবনায় ভেজাল কীটনাশক তৈরির দায়ে ‘এক্সপার্ট এগ্রি কেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড’ নামের এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে জানা যায়, প্রতিষ্ঠানটি 'স্যাকচার্লিস দানাদার' নামে একটি কীটনাশকে মূল উপাদানের বদলে মাটি ও বালু ব্যবহার করছিল। এছাড়াও ‘ফিপ্রোনিল থ্রি জি আর’ নামক একটি কীটনাশকের জায়গায় সিলিকন বালু ব্যবহারের প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটি ভেজালের বিষয়টি স্বীকার করে মুচলেকা দিয়েছে।
১৫ এপ্রিল মঙ্গলবার এই ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১, ৪৩ ও ৪৫ ধারায় এ জরিমানা আদায় করা হয়। অভিযানে সহায়তা করে র্যাব-১২ এর একটি টিম।
অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভবিষ্যতে এমন অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/এমআই