প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিটর : ৬৭২)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর খেয়া ঘাটের পূর্বপাড় থেকে সোমবার রাতে ১১বোতল ভারতীয় মদসহ কৃপেশ বনিক (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার এসআই শ্রী নিরঞ্জন পাল বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর খেয়া ঘাটের পূর্ব পাড়ে সোমবার রাত ১০টার দিকে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের মাদকব্যবসায়ী কৃপেশ বনিক ভারতীয় মদ বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ওইদিন রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়৷
এ সময় তার সঙ্গে কাপড়ের ব্যাগের ভেতরে থাকা ১১ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।