Dhaka, Wednesday | 16 April 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 16 April 2025 | English
১১৭ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
বাড়ির খাবারই খেতে চাইবে শিশুরা, শিখে নিন কৌশল
আমদানি বন্ধের শঙ্কায় চালের বাজারে অস্থিরতা
নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার আহ্বান জানালেন মির্জা ফখরুল
শিরোনাম:

গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:৪১ পিএম  (ভিজিটর : ৯৩)

রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ (২০২৫ সাল অনুযায়ী) উদযাপন একটি বর্ণিল ও উৎসবমুখর আয়োজন করেছে গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ। 

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার সময় গোয়ললন্দ উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে গোয়লন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ করে। এরপর গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ‍্যালয় হতে আরেকটি আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নানা ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও বাঙালির ঐতিহ্য লালনকারী মুখোশ বহন করে র‍্যালি বের করেন। র‍্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষে দিনব‍্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব ও আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

“আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ‍্য করো,”- প্রতিপাদ‍্যে শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উজনচর ইউনিয়নের শিল্পীরা ঐতিহ্যবাহী পালকি বহন করে, পরিবেশন করেন চমৎকার পালকির গান। পাশাপাশি উপজেলার পিয়ার আলী মোড় এলাকা হতে ঘোড়ার গাড়ির বহরে নববধূ, প্রশাসনিক বাহিনী সাজ, নবাব, পেয়াদা বাহিনী, রাক্ষসের প্রতিকৃতি নিয়ে আনন্দ র‍্যালীতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝