পটুয়াখালী দশমিনা উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির মিলন মেলায় পরিনত হয়। বর্ষবরণ উপলক্ষে উপজেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সকাল ৭ঘটিকা থেকে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৃনমূল নেতাকর্মীদের প্রবেশ ধিরে ধিরে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা উৎসবমূখর পরিবেশে কুশাল বিনিময় করেন।
বর্ষবনের মূল আকর্ষণ ছিলো কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন। এর পর কেন্দ্রীয়, উপজেলা ও তৃনমূল নেতাকর্মীদের বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে শেষ হয়।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন বলেন- বাংলাদেশ বিনির্মানে আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনগনের জন্য কাজ করতে হবে।
আনন্দ শোভযাত্রায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুবদলের আহবায়ক এনামুল হক রতন, আহবায়ক শামিম খান, শ্রমকি দলের আহবায়ক অলিউল ইসলাম, ছাত্রদলের সভাপতি কাজী তানজিল আহমেদ রিডেন, সদস্য সচিব সালাহউদ্দিন সহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এফপি/রাজ