পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে শুভ নববর্ষ উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সকাল ৯টায় চিত্রাঙ্কন শেষে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ চত্বরে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে পরিষদ মাঠে সাংস্কৃতি অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষবরন আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান, সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরব হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এফপি/রাজ