Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

জাহাঙ্গীর আলম

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিটর : ২১৯)

​সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

তিনি বলেন, “না ভোটের বিজয়ের মাধ্যমেই অগণতান্ত্রিক শক্তিকে রুখে দেওয়া সম্ভব। রাজনৈতিক সরকারকে ক্ষমতাহীন করার যে চক্রান্ত চলছে, তা কেবল ‘না’ ভোটের মাধ্যমেই প্রতিহত করা যাবে।”

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জে আয়োজিত জাতীয় পার্টির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জাহাঙ্গীর আলম বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এবারের গণভোটে ‘না’ ভোটকে বিজয়ী করতে হবে। অগণতান্ত্রিক শক্তি যদি শক্তিশালী হয়, তবে সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। দেশকে বাঁচাতে এবং জনগণের শাসন কায়েম করতে ভোটারদের সচেতনভাবে ‘না’ বাক্সে ভোট দিতে হবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের ধরপাকড় নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দেশে একদিকে নির্বাচনের আমেজ তৈরির চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে গণহারে গ্রেপ্তার চালানো হচ্ছে। একসাথে নির্বাচন ও গণগ্রেপ্তার চলতে পারে না। এমন পরিবেশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।” তিনি অবিলম্বে গ্রেপ্তার বন্ধ করে সব প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবি জানান।

কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইস কাহার’র সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির ছাতক উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাপার সাধারণ সম্পাদক সামসুদ্দীন আহমদ, জামালগঞ্জ উপজেলা জাপার সভাপতি এইচ এম ফারুক, দোয়ারাবাজার উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, বোগলাবাজার ইউনিয়ন জাপার সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, জাপা নেতা রিংকু দাস, আবুল, আব্দুল হান্নান পীর, শেখ রহিম উদ্দিন, সেলিম আহমদ, মনির উদ্দিন, অলি আহমদ সায়েদ, হাসনাত, ছমির উদ্দিন প্রমুখ। কর্মীসভা শেষে সুনামগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে লাঙ্গলের প্রচার মিছিল বের।

মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পিউরিয়া মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝