নওগাঁর মান্দায় অবৈধভাবে পুকুর খননের মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জয়বাংলা মোড়সংলগ্ন ফতেপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনুমতি ছাড়া পুকুর খননের মাটি উত্তোলন ও তা ইটভাটায় বিক্রির অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হয়।’
তিনি আরও বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’
এফপি/জেএস