গাজীপুরের টঙ্গীতে আলোচিত বিকাশকর্মীকে গুলি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব ১ এর সদস্যরা।
শুক্রবার ৩০ জানুয়ারি দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর আনারকলি রোডের মুন্সিপাড়া এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর লোটিয়া, ওসখালী গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গীবাজার এলাকায় ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মেসার্স ডে এন্ড সন্স এর দুইজন বিকাশ মানি কালেক্টর মোঃ আজাদ ও আরিফুর রহমানকে অস্ত্রের মূখে জিম্মি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা।
এসময় তাদের বাঁধা দিতে গেলে বিকাশকর্মীদের গুলি করে ও কুপিয়ে যখম করে পালিয়ে যায় তারা। আলোচিত এই ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাব। তার ধারাবাহিকতায় দেড় মাস পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এফপি/জেএস