ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পশ্চিমা অপশক্তির ঘৃণ্য সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার হুমকির প্রতিবাদে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা-এর উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারী) সকালে খুলনা পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করা হয়।
এই মানববন্ধনে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী সহ ইসলামী শিক্ষা কেন্দ্র, জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বায়েত বাংলাদেশ এবং সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা, বাংলাদেশ-এর বিপুল সংখক সাধারণ মানুষ ও আলেম ওলামা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানী সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী। তিনি বলেন, আমরা হকের পক্ষে এবং বাতিলের বিপক্ষে রয়েছি। যদি হকের পক্ষে আমরা জীবন উৎসর্গ করতে চাই তাহলে আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি (রহ.) বলেছেন, আমাদের এই বিপ্লব মাজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে অবস্থান নিবে। ইরানের প্রতি মার্কিন আগ্রাসন শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন না বরং এটি পুরো পৃথিবীকেই হুমকির মুখে ফেলেছে। আমেরিকা অত্যন্ত পরিকল্পিতভাবে সঙ্কট তথা নয়া-উপনিবেশ সৃষ্টি করার মাধ্যমে সারা দুনিয়াকে শোষণ করে যাচ্ছে। এমন বর্বরোচিত ঘটনার পরেও জাতিসংঘ সহ বিশ্বমানবতার ফেরিওয়ালারা নিশ্চুপ ভূমিকা পালন করছে।
সভায় বক্তারা যুদ্ধ-অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ ও বিশ্বের জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। এছাড়া মানববন্ধন থেকে আরো বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা কেরামের সভাপতি আলহাজ্ব মাও. ইব্রাহীম ফায়জুল্লাহ, তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. নাজমুস সউদ, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যাপক মাও. আজিজুর রহমান সিদ্দিকী, সুপ্রীম কোর্ট আইনজীবি এ্যাড. রুহুল আমিন সিদ্দিকী, হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী, হুজ্জাতুল ইসলাম ড. এম.এ. কাইউম, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মো. ইকবাল।
এফপি/জেএস