Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম  (ভিজিটর : ৯৩)

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, শিল্পপতি ফারুকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু প্রমুখ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমিরের সঞ্চালনায় প্রচারণা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পত্নী রওশন আরা বেগম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্লা ও মাসুদ মজুমদার, কৃষকদলের আহবায়ক রোমায়ন হোসেন বিপ্লব, শ্রমিক দলের আহবায়ক সেলিম রেজা, তাঁতীদলের আহবায়ক আমিনুল ইসলাম ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ ও সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সো হেলসহ উপজেলার ৮ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, আগামীতে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ধানের শীষ মার্কার কোনো বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবার মাথা তুলে দাঁড়াবে । তিনি ধানের শীষ মার্কার ভোট দেওয়ার আহবান জানিয়ে মাগুরা জেলাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝