Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম  (ভিজিটর : ২২)

শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে একধাপ এগিয়ে—এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনটি উৎসর্গ করা হয় প্রয়াত কবি ও সাহিত্যিক সুকুমার বড়ুয়ার প্রতি।

২০০৮ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা কবি নজরুল একাডেমি চট্টগ্রাম দীর্ঘ পথচলায় শিশু-কিশোরদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কারিশমা কবীর ঐশী, প্রিয়ম দাশ এবং স্নিগ্ধা বড়ুয়ার সঞ্চালনায়, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন স্বপ্নীল বড়ুয়া ডানার তত্ত্বাবধানে এবং সাংবাদিক ওয়াহিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সম্মানিত পরিচালক আবৃত্তিশিল্পী জেবুন নাহার শারমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির, বান্দরবান টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ পারভেজ আলী এবং ডা. এম আর খান শিশু হাসপাতালের অধ্যাপক ডা. ফরহাদ মঞ্জুর। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফোরকান রাসেলসহ অন্যান্য বক্তারা জন্মদিনের শুভেচ্ছা জানান এবং প্রয়াত কবি সুকুমার বড়ুয়ার সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নতুন প্রজন্মের মাঝে তাঁর চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

উৎসবমুখর পরিবেশে একাডেমির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আবৃত্তি প্রশিক্ষক জেবুন নাহার শারমিন, কারিশমা কবীর ঐশী, প্রিয়ম দাশ ও স্নিগ্ধা বড়ুয়ার সম্মিলিত পরিবেশনা “শিকল ভাঙার গান”। সংগীত পরিবেশন করেন সংগীত প্রশিক্ষক তনুশ্রী দাশ ও সোমা শীল। এছাড়া রবীন্দ্রনাথের গান ও কবিতার কোলাজ “ভালোবাসায় রবীন্দ্রনাথ” পরিবেশন করেন স্বপ্নীল বড়ুয়া ডানা। গিটারের ছয় তারের সুরে সংগীত পরিবেশন করেন গিটার প্রশিক্ষক আওয়াল খান শাহীন। পরিবেশনাগুলো দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষে একাডেমির নির্বাহী প্রধান মো. নুরনবীর, অ্যাডমিন অফিসার মেহেরুন নিগার বাধন এবং আইটি অফিসার মিরাজের উপস্থিতিতে কেক কেটে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। একাডেমির সকল বিভাগের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝