শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল–রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা ব্যাগে রেখেছেন।
ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সেলিনা পারভীনকে বলতে শোনা যায়, “এখানে যা আছে সব খারিজ হবো কোন কথা নাই, তুই খালি বাবা টাকা পাঠাবি।”
ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই হয়রানি ও নানা অনিয়মের শিকার হচ্ছেন এমন অভিযোগ আগে থেকেই ছিল। তবে ঘুষ গ্রহণের সরাসরি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী জানান, ২০ শতাংশ জমির নামজারির খারিজ করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন ৮ হাজার টাকা দাবি করেন। সরকারি ফি ১ হাজার ৭০ টাকা হলেও অতিরিক্ত টাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, উপরে দিতে হয় এবং তারও খরচ আছে। তিনি আরও দাবি করেন, মানুষ ইচ্ছা করেই ১০–১৫ হাজার টাকা অগ্রিম দেয় এবং টাকা দিলে কাজ সুন্দর করে করে দেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/জেএস