Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দরে শাটডাউন কর্মসূচি ঘোষণা

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম  (ভিজিটর : ১৬)

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে বন্দর এলাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বন্দরের শ্রমিক ও কর্মচারীরা সরকারের এই উদ্যোগ বাতিলের দাবিতে আজ শনিবার ও আগামীকাল রোববার দুই দিন কর্মসূচি পালন করবেন।

কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হবে। আগামীকাল একই সময়ে প্রশাসনিক ও অপারেশনাল উভয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে গেলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে এবং বন্দরের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়তে পারে।

এদিকে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সভা-মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া দ্রুত বিচার আইন ২০০২, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯১ অনুযায়ী সুস্পষ্ট পেশাগত অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, এর আগেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের মতে, এসব কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কারশেড ও আশপাশ এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তকে জাতীয় স্বার্থবিরোধী বলে দাবি করে তা বাতিলের আহ্বান জানান। একই ইস্যুতে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বন্দরের শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

সংগঠনটি আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিল করার ঘোষণাও দিয়েছে। এনসিটি ইস্যুতে চলমান এই আন্দোলন এবং শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও দেশের আমদানি-রপ্তানি ব্যবস্থায় কী প্রভাব পড়বে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝