দেশের গণমাধ্যম অঙ্গনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে রংপুরের পীরগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস'র বর্ষপূর্তি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব, পীরগাছা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বর্ষপূর্তি পালন করা হয়।
চ্যানেল এস'র পীরগাছা উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন পাটোয়ারীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম পাটোয়ারী। তিনি বলেন, চ্যানেল এস সত্যনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি ইতিবাচক ধারা সৃষ্টি করেছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা'র প্রতিনিধি তাজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আমিনুল ইসলাম পাটোয়ারী, গণঅধিকার পরিষদ পীরগাছা উপজেলা সভাপতি অ্যাডভোকেট আসাদুল ইসলাম জিহাদ, রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম, প্রেসক্লাব পীরগাছার সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল হক মুন্সী, দৈনিক করতোয়া প্রতিনিধি এম খোরশেদ আলম, প্রথম খবরের প্রতিনিধি শাহ জাহান সিরাজ মাসুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ কামাল ফারুক লাবু, সাংগঠনিক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি লাভলু মিয়া, কালবেলার প্রতিনিধি মোস্তাফিজার রহমান, মাই টিভির প্রতিনিধি খুরশীদ আলম, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোস্তাক আহমেদ বাবু, দাবানলের প্রতিনিধি হাফিজার রহমান, বিনোদন ধারার প্রতিনিধি হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চ্যানেল এস শুরু থেকেই সাধারণ মানুষের কথা, সমস্যা ও সম্ভাবনার গল্প তুলে ধরছে। ভবিষ্যতেও চ্যানেলটি দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের পাশে থাকবে। শেষে চ্যানেল এস'র উত্তরোত্তর সাফল্য, দেশের গণমাধ্যমের অগ্রগতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এফপি/জেএস