আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতে যৌথ বাহিনীর জোরালো মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে সেনাবাহিনীর সাঁজোয়া যানসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পুরো উপজেলাজুড়ে টহল দিতে দেখা যায়, যা এলাকায় শক্ত বার্তা দিয়েছে।
মহড়া চলাকালে জানানো হয়, নির্বাচনের দিন কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের গুজব, সহিংসতা বা ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা বরদাস্ত করা হবে না।
ঘোড়াঘাট উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং জরুরি মুহূর্তে দ্রুত ও সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মহড়া পরিদর্শন শেষে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”
যৌথ বাহিনীর এই দৃশ্যমান ও কঠোর তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভোটারদের প্রত্যাশা, এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটকেন্দ্রে ভয়মুক্ত পরিবেশে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এফপি/জেএস