বান্দরবানের শহরে বাসষ্ট্যান্ড এলাকা থেকে দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত গ্যাস গ্রেনেড বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আজ শনিবার বেলা বারোটায় শহরে বাসষ্ট্যান্ড ব্রীজের পাশে এই দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বেলা বারোটায় দিকে একজন বাচ্চা দুটি গ্রেনেড বাসষ্ট্যান্ড সংলগ্ন পলিথিনে মোড়ানো অবস্থায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে অবিস্ফোরিত দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা শিশু তামিম ও শিমুল হক চৌধুরী বলেন, আমরা খেলা করতে গিয়েছিলাম সেখানে একটি শপিং ব্যাগ পেয়েছি। পরে শপিং ব্যাগ খুলে দেখি অন্যকিছু । পরে উদ্ধার করে পুলিশ সার্জেন্ট কাছে জমা দিয়েছি।
এবিষয়ে পুলিশ সুপার আবদুর রহমান বলেন, যে দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে সেটি পুলিশের ব্যবহৃত গ্যাস গ্রেনেড। এটি মুলত ব্যবহার হয় মিছিল মিটিং ক্ষেত্রে। আর ৫ই আগষ্টের পর বান্দরবানে থানায় কিংবা ফাড়ি থেকে কোন কিছু লুট হয়নি। আর আমাদের জমা রাখা স্টকে কোন গ্রেনেড মিসিং হয়নি। তবে এই ঘটনায় ভয় পাওয়ার কোন কিছু নাই।
এফপি/অ