বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষ এখন সাপের বিষে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামের নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, তারেক রহমানের ধানের শীষ এখন সাপের বিষে পরিণত হয়েছে “এই সাপের বিষ বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। একসময় নৌকা প্রতীক যেভাবে জনগণ প্রত্যাখ্যান করেছিল, আজ ধানের শীষের মাঝেও সেই নৌকার চরিত্র দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, যারা নৌকার চরিত্র ধারণ করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। নির্বাচনী পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা: জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ভালুকা উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু এবং খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশীদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
পথসভা শেষে ভালুকা বাসস্ট্যান্ড থেকে একটি নির্বাচনী পথযাত্রা বের করা হয়।
এফপি/জেএস