Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

ধর্মপাশায় শিক্ষকের মাছ বিক্রির টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিটর : ২৩)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের সামনের সড়কে মোহাম্মদ উল্যা (৩০) নামের একজন সহকারী শিক্ষকের কাছ থেকে তাঁর নিজ জলাশয়ের মাছ  বিক্রির ৩২হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই শিক্ষকের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামে। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষণখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

ধর্মপাশা থানা পুলিশ ও ছিনতাইয়ে শিকার ওই শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের বাসিন্দা সহকারী শিক্ষক মোহাম্মদ উল্যা মঙ্গলবার  রাতে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজারে তাঁর নিজ জলাশয়ের মাছ ৩২হাজার টাকায় বিক্রি করে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ইমন মজুমদারের (২১) অটোরিকশাযোগে তিনি সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।

ওই দিন রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্বাকান্দা গ্রামের সামনের সড়কে অটোরিকশাটি এসে পৌঁছলে মুখে শীতের টুপি ও মাফলার পরিহিত দুইজন ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে ওই শিক্ষকের গলায় চাকু ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো চাকুর বাট দিয়া শিক্ষকের মাথায় ও বাম হাতের বাহুতে আঘাত করে তাঁর ব্লেজারের ডান পকেট থেকে মাছ বিক্রির ৩২হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার ওই  শিক্ষক অটোরিকশা চালকের আচরণ সন্দেহজনক মনে হলে অটোরিকশা চালককে কৌশলে রাত ১১টার দিকে ধর্মপাশা থানায় নিয়ে যান ওই শিক্ষক।

বিস্তারিত ঘটনা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাহকে অবগত করেন ওই শিক্ষক। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে ওই অটোরিকশাচালক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে অটোরিকশা চালককে নিয়ে রাত সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে ছিনতাইকারী হোসাইন মোহাম্মদ রাজ (১৯) কে এবং একই ইউনিয়নের  রাধানগর গ্রামের নিজ বসতঘর থেকে ছিনতাইকারী মো.শহীদুল মিয়া (২০) কে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ২২হাজার টাকা উদ্ধার এবং স্টিলের একটি চাকু জব্দ করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিনজন ছিনকারীকে আসামি করে বুধবার সকালে থানায় মামলা করেছেন ভূক্তভোগী সহকারী শিক্ষক মোহাম্মদ উল্যা (৩০)।

ধর্মপাশা থানার এসআই পলাশ চৌধুরী বলেন, আটককৃত তিনজন ছিনতাইকারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে ২২হাজার টাকা উদ্ধার এবং একটি চাকু জব্দ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝