কুষ্টিয়া সেক্টরের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) দুপুরে মিরপুর উপজেলাস্থ কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরে ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসিজি আর্টিলারী, চুয়াডাঙ্গা শহীদ কাজী রবি রহমান বিজিবি হাসপাতালের অধিনায়ক লে. কর্ণেল মহাম্মদ ইয়াসিন, এফসিপিএস, এএমসি, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোহাম্মদ হাসান ইমাম, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল্লাহিল কাফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক আল মামুন সাগর, সদস্য সচিব এম জুবায়ের রিপন ও জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এফপি/অ