Dhaka, Sunday | 14 September 2025
         
English Edition
   
Epaper | Sunday | 14 September 2025 | English
ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দামুড়হুদায় সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
৯৯৯-এ ফোন, মান্দায় জমি দখলের অভিযোগে দোকানঘর নির্মাণ বন্ধ
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
শিরোনাম:

মৌলভীবাজারে জেলা প্রশাসকের উদ্যোগে জমি পেলেন ৬৭ জন ভূমিহীন

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৮:১২ পিএম  (ভিজিটর : ২৮)

মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ৬৭টি পরিবার পেল সরকারি ভূমিতে তাদের নিজস্ব ভূমির অধিকার। প্রায় ১০ মাসে ১০৯ জনের তালিকা তৈরী করে জেলা প্রশাসন। সেখান থেকে ৬৭ জনকে তাদের এ অধিকারের দলিল ও পরচা বিতরণ করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে প্রাথমিক অবস্থায় ৬৭ জনের কাছে দলিল ও নামজারী পরছা তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক মো: ইসরাঈল হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মাৎ সাহিনা আক্তার এর পরিচালনায় ৭টি উপজেলা কুলাউড়া, জুড়ি, বড়লেখা, কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো: ঈসরাইল হোসেন জানান, তিনি জয়েন্ট করার পর থেকে প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। তারই আলোকে এপর্যন্ত ১০৯ জনকে তালিকাভোক্ত করে এর মধ্যে থেকে ৬৭ জনকে দলিল ও পরচা বুঝিয়ে দেয়া হলো। এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

প্রত্যেকের মধ্যে ৩ শতাংশ শেকে ১৫ শতাংশ পর্যন্ত ভূমি দেয়া হচ্ছে। ইতিমধ্যে জেলায় বেশকিছু সরকারি জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। জমির দলিল হাতে পেয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

তারা বলেন, অনেকেই দীর্ঘদিন থেকে অন্যের বাড়িতে আশ্রিত থাকতেন, এখন তাদের নিজের জমি হয়েছে এতে তারা ভীষণ খুশি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝