Dhaka, Sunday | 14 September 2025
         
English Edition
   
Epaper | Sunday | 14 September 2025 | English
দামুড়হুদায় সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
৯৯৯-এ ফোন, মান্দায় জমি দখলের অভিযোগে দোকানঘর নির্মাণ বন্ধ
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
শিরোনাম:

পটুয়াখালীতে শিকলে বেঁধে নির্যাতন, কিশোরের আত্মহত্যার চেষ্টা

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম  (ভিজিটর : ৭)

পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অপবাদে এক নবম শ্রেণির শিক্ষার্থীকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লজ্জা ও অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রোমান (১৪) নামের ওই কিশোর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে। রোমান ওই গ্রামের কৃষক আব্দুল গনির ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, বেলা ১১টার দিকে স্থানীয় মোহাম্মদ ছালামের নির্দেশে রোমান সুপারি সংগ্রহ করতে যায়। ফেরার পথে ঢাকায় বসবাসরত এক ব্যক্তির গাছ থেকে সুপারি পাড়ার চেষ্টা করলে স্থানীয় তিন যুবক সজিব, বাবু ও আমিন তাকে আটক করে। এরপর গাছের সাথে শিকল দিয়ে বেঁধে ব্যাপক মারধর করা হয় এবং এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে অপমান সইতে না পেরে রোমান কীটনাশক পান করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রোমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে পাকস্থলী পরিষ্কার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝