নওগাঁর মান্দায় এক অসহায় পরিবারের পৈত্রিক জমি জবরদখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের কলেজমোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, কলেজমোড় সংলগ্ন এলাকায় মৃত জয়নাল মোল্লার ছেলে নাছের আলী মোল্লার সঙ্গে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে মোতাহারুল ইসলাম গংয়ের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। ওই জমি নিয়ে আদালতে ১৪৪ ধারা জারি থাকলেও প্রতিপক্ষ আইন অমান্য করে দোকান নির্মাণের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
নাছের আলী মোল্লা অভিযোগ করে বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে প্রতিপক্ষ জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা করে। বারবার প্রশাসনের কাছে গেলেও কোনো সুফল পাইনি। এখন প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তবে অভিযোগ অস্বীকার করে মোতাহারুল ইসলাম বলেন, “আমরা কারও জমি দখল করিনি। যদি আমাদের দখলে তাদের জমি প্রমাণ হয়, আমরা তা ফিরিয়ে দিতে প্রস্তুত। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “৯৯৯ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। উভয়পক্ষকে কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি।”
ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠু সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এফপি/রাজ