জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় অভিযান চালিয়ে এক সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার পরিচালিত অভিযানে সার, বীজ ও কীটনাশক তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বেশি দামে সার বিক্রি করা এবং নিয়ম বহির্ভূত সার সংরক্ষণ করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৪৫ ধারায় মেসার্স শিশির ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সরকার নির্ধারিত দামে সার ক্রয়-বিক্রয়, যথাযথভাবে রেজিস্টার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও নাটুহদ পুলিশ ক্যাম্পের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এফপি/রাজ