কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন-কে ছাড়াই শেষ করতে হচ্ছে বিভাগটির ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ওই সেমিস্টারের শেষ পরীক্ষা। সহপাঠীরা জানিয়েছেন, শেষ পরীক্ষায় তারা সুমাইয়াকে বিশেষভাবে স্মরণ করবেন।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, ‘সুমাইয়া আফরিনকে ছাড়াই শেষ পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের শেষ করতে হচ্ছে ৫ম সেমিস্টার। এই দুঃখের ভার ঠিক কতটা, তা কেবল লোকপ্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের জানা। সে আমাদের মনে রয়ে যাবে অনন্তকাল।’
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন সুমাইয়ার স্মরণে তার ডেস্কে একটি ফুলের তোড়া, পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মুনিয়া বলেন, ‘বেঁচে থাকলে এই পরীক্ষার খাতাতেই সে শেষ করতো তার পঞ্চম সেমিস্টার। তারপর হয়তো একরাশ স্বস্তি নিয়ে একটা নতুন শুরুর পরিকল্পনা করতো। তার আর কখনো নতুন শুরু হবে না। তবে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাইলেই একটা নতুন শুরু করতে পারে।’ সহপাঠীরা জানান, সুমাইয়ার স্মৃতি তাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, গত রবিবার (৭ সেপ্টেম্বর) সুমাইয়া ও তার মা-কে কুমিল্লার খালিয়াজুড়িতে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ।
এফপি/এমআই