শেরপুর জেলা সদরের পৌরসভার নাগপাড়া মহল্লায় গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে স্থানীয় ওয়াসিম মিয়ার গোয়াল ঘর থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু অভিনব কায়দায় ট্রাকযোগে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে শুধু এক রাতেই নয়, গত ৩ মাসে শেরপুর জেলার পাকুড়িয়া ইউনিয়নের তিলকান্দি, পূর্বপাড়া, বাদাপাড়া, গণই মমিনা কান্দা, চৈতনখিলা বটতলাসহ বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩০টি ফার্মের গরু চুরি হয়ে গেছে। এসব চুরিকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আইন-শৃঙ্খলার শিথিলতা তৈরি হয়েছে। এর সুযোগে সংঘবদ্ধ চোরচক্র রাতের অন্ধকারে ট্রাকযোগে একের পর এক গরু নিয়ে যাচ্ছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবাধে এসব চুরি সংঘটিত করছে।
এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামের কমিউনিস্ট নেতা মো. সোলায়মান আহম্মেদ বলেন,“আইনশৃঙ্খলার দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিরাতেই গরু চুরির ঘটনা ঘটছে। খামারি ও সাধারণ গৃহস্থরা এখন মারাত্মক আতঙ্কে দিন কাটাচ্ছে।”
ফলে কৃষক ও গরু খামারিরা তাদের মূলধন হারিয়ে হতাশার মধ্যে পড়ছেন।
এফপি/রাজ