ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী অংশ নেন। দুপুরে ক্যাম্পাস থেকে ১০ থেকে ১২টি বাসযোগে শিক্ষার্থীরা নগরীতে এসে বিক্ষোভে যোগ দেন।
এতে মুরাদপুর, অক্সিজেন, চকবাজার ও মেডিকেল রোডসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
বিক্ষোভ চলাকালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতীকী জানাজা আদায় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে দুই নম্বর গেইট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
চুয়েটের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মইনুল হক বলেন, “আমরা তিন দফা দাবি জানিয়েছিলাম, কিন্তু তা না মেনে সরকার ঢাকায় আমার ভাইদের ওপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে। অনেকেই এখন মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। আমরা মনে করি, বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারেরও মৃত্যু হয়েছে, আর তাই আমরা তার জানাজা পড়েছি। যতদিন দাবি পূরণ না হবে, আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।”
এর আগে, গত ২৪ আগস্ট থেকে চুয়েট শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও ডিসি অফিস ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
এফপি/রাজ