Dhaka, Monday | 7 July 2025
         
English Edition
   
Epaper | Monday | 7 July 2025 | English
মূল্যস্ফীতি দুই বছর পর ৯ শতাংশের নিচে
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯২
আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়তে দরকার দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা
পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
শিরোনাম:

ওয়াসিম হত্যাকাণ্ডে কাঠগড়ায় রাউজানের এমপি ফজলে করিম

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম  (ভিজিটর : ১২)

জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত আলোচিত ওয়াসিম হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালেই কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে নেওয়া হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আদালত ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সে সময় প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান তার বিরুদ্ধে কারাগারে পাঠানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।

পরবর্তীতে ৮ এপ্রিল আসামিপক্ষের আইনজীবী এম আবদুল কাইয়ুম জামিন চেয়ে আবেদন করেন। একই দিনে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল।

ওই গণআন্দোলনের সময় সংঘটিত আরেক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও সোমবার ট্রাইব্যুনালে পেশ করা হয়।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পলাতক আসামি হিসেবে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝