বাংলাদেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে দুই বছর পর দেশের মূল্যস্ফীতির হার ৯ শতাংশের নিচে নেমে এলো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সাধারণ পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। সেখান থেকে শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে জুন মাসে এটি আট দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির এই পতনের প্রধান কারণ হলো খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় পণ্যের দাম কমা। জুনে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাত দশমিক ৩৯ শতাংশে, যা মে মাসে ছিল আট দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩৭ শতাংশে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে গ্রামীণ পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ৪৬ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি জুনে কমে দাঁড়িয়েছে সাত দশমিক ১৪ শতাংশে (মে মাসে ছিল আট দশমিক ৩০ শতাংশ)। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ।
একইভাবে, জুনে শহর পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ৯৪ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি জুন মাসে কমে দাঁড়িয়েছে সাত দশমিক ৯৯ শতাংশে (মে মাসে ছিল ৯ দশমিক ২৯ শতাংশ)। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৫৩ শতাংশে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।
এফপি/এমআই