চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
রবিবার (৬ জুলাই) রাত থেকে সোমবার (৭ জুলাই) সকাল পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন, বিভাস কুমার সাহা ও রুবেল চন্দ্র সিংহের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬), মো, আতাউল করিম (৩৬), মো. জামাল উদ্দিন প্রকাশ জামাল মেম্বার (৩৮) ও মো. শফিক আহমদ (৫২)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাঁশখালীজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/রাজ