Dhaka, Tuesday | 9 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 9 December 2025 | English
মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আজ বেগম রোকেয়া দিবস
কেমন থাকবে আজকের আবহাওয়া
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
শিরোনাম:

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:০৪ পিএম  (ভিজিটর : ৩)
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাছিমুল আহসান চৌধুরীর সঞ্চালনায়, উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সভাপতি মো. সাহাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

এ সময় সভায় বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেনের স্বাগত বক্তব্যে, সভায় প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ- সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন, সমবায় কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ। এ সময় সভায় বাঁশখালী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ, সুশিল সমাজের ব্যক্তিবর্গ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, স্কাউট ও বিএনসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এদিন অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের পর ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বীর শহিদদের প্রতি এবং ৫ আগষ্টে ২০২৪ সালের বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য সকল শহীদ ছাত্র জনতার প্রতি সম্মান রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 

আলোচনা সভায় বক্তরা বলেন, ‘দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। গ্রামাঞ্চল থেকে পরিবর্তন শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য ছোট- বড় সকলকে স্বেচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিবাজদের ঘৃনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝