বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক পরিচালিত মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে “মহিষ পালন সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি, খামারি পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন কৌশল ও গবেষণা ব্যবস্থাপনা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৯ই ডিসেম্বর দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক গৌতম প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৮ ডিসেম্বর সকালে সাভারে বিএলআরআই এর প্রধান কার্যালয়ের ট্রেনিং ডরমিটরিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের উপস্থিত হয়ে প্রশিক্ষণ কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন।
প্রথমে পরিচিতি পর্বের পরে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তি পরীক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান ড. ছাদেক আহমেদ।
মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ও ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব জানান, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আয়োজনে দুই দিনব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মরত প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-পরিচালক কৃত্রিম প্রজনন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পর্যায়ের মোট ৩০ জন কর্মকর্তাকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। বিএলআরআই কর্তৃক উদ্ভাবিত ও মাঠ পর্যায়ে বহুল ব্যবহৃত মহিষ পালন সংক্রান্ত জনপ্রিয় প্রযুক্তিসমূহ, খামারি পর্যায়ে গবেষণা ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন কৌশল ও গবেষণা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপরে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
প্রকল্প পরিচালক আরো জানান, এ প্রকল্প প্রারম্ভিকভাবে সময়কাল নির্ধারণ করা হয়েছিল জুলাই’২০২০ হতে জুন’২০২৫ পর্যন্ত। পরবর্তীতে প্রকল্পের মেয়াদকাল জুন’২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিএলআরআই’র মহাপরিচালক বলেন, বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তর একসাথে প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। বিএলআরআই মহিষ সংক্রান্ত অনেক জনপ্রিয় প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে যাবে। পাশাপাশি প্রকল্পের আওতায়ও অনেক কাজ হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, দেশের আঠারো কোটি মানুষের খাদ্য যোগান দেওয়া এবং খাদ্য উৎপাদনের পিছনে গবেষক ও মাঠ পর্যায়ের কর্মীদের বিরাট ভূমিকা রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানসম্মত উৎপাদন প্রক্রিয়ার সাথেও গবেষক ও মাঠ পর্যায়ের কর্মীরা যুক্ত। বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কাজের মধ্যে পার্থক্য থাকলেও সমন্বয় থাকতে হবে। গবেষণা করে যে সকল ফলাফল পাওয়া যাবে তা সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তাদের উচিৎ জনগণকে ঠিক মতো সেবা দেওয়া। পাশাপাশি গবেষকদের উচিৎ নিজেদের ব্যক্তিগত উন্নয়নের পরিবর্তে দেশের উপকারে আসবে, মানুষের উপকারে আসবে এমন বিষয়ে গবেষণা করা। এসময় তিনি বিএলআরআই এর গবেষণা বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিএলআরআরআই এর বিভিন্ন বিভাগ/দপ্তরের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধান এবং প্রকল্প পরিচালকগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এফপি/এমআই