Dhaka, Tuesday | 9 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 9 December 2025 | English
মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আজ বেগম রোকেয়া দিবস
কেমন থাকবে আজকের আবহাওয়া
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
শিরোনাম:

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের সাথে রয়েছে-মঞ্জু

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ০৯.১২.২০২৫ ৫:৩৩ পিএম  (ভিজিটর : ৫৩)

খুলনা- ২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ। তাইতো আমাদের তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই স্লোগান ধরে সব ধরনের অপপ্রয়াসকে পরাজিত করে, বিএনপিকেই দেশকে এগিয়ে নিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় জনগনের সাথে রয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ১৯নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে পল্লীমঙ্গল  শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসায় বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন আকরাম হোসেন খোকন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ আহসান। বাদ আসর ৩০নং ওয়ার্ডের আহমদীয় এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। মাগরিববাদ ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার ও ২২নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে মাহবুব কায়সারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। দোয়া পরিচালনা করেন ২নং কাস্টমঘাট মসজিদে নুর এর ইমাম মাওলানা গুলজার হোসেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, আবিদ হোসেন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার সহ  প্রমুখ। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝