জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ধারাবাহিকতায় ৫ জুলাই শনিবার বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে বিকেল ৩টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান জয়পুরহাটে এক পথসভার আয়োজন করা হয়।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে তার দল। ফ্যাসিস্ট হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো।’
এ সময় আরো বক্তব্য রাখেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ডা তাসনিম যারা, মাহিন সরকার, সামান্তা শারমিন, সাকিব মাহাদী প্রমুখ। অনুষ্ঠানে ফিরোজ আলমগীরকে জয়পুরহাট জেলা সমন্বয় হিসাবে পরিচয় করে দেওয়া হয়।
এফপি/রাজ