Dhaka, Sunday | 6 July 2025
         
English Edition
   
Epaper | Sunday | 6 July 2025 | English
পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি প্রয়োজন: ফরিদা আখতার
২৪৮ রানে অলআউট বাংলাদেশ
ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
শিরোনাম:

পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২:৩৬ এএম  (ভিজিটর : ১১)

পাইকগাছায় চেতনা নাশক দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার সহ নগদ দেড় লাখ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের ৫ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। পরবর্তীতে পরিবারের তিন জন সহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ি। এ সুযোগে রাতের কোনো এক সময় বাড়িতে রক্ষিত ১২ ভরি সোনা ও দেড় লাখ টাকা সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাথে জমির দলিল এবং ভোটার আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় তাহারা। এমতাবস্থায় শুক্রবার সকালে উঠে দেখি গেট ও বাক্সে ভেঙে উল্লেখিত সোনা গয়না ও মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার এবং কাজের লোক জাহানারা সহ মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অজানা পয়জন খাওয়ায় ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝