ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
সোমবার (৭ জুলাই) দুপুরে চাচাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতা কর্মীরা জানান, ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে (৪ জুলাই) বহিষ্কার করেন বিএনপি। এই ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মী ও জনগণ ওই দিন রাতেই তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল করেন। তারই ধারাবাহিকতায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার (৭ জুলাই) চাচড়া ইউনিয় পরিষদ মাঠে মানববন্ধন ও প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নারী-পুরুষ এবং স্থানীয় বিএনপি নেতা কর্মীরা ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বলেন,কিছু স্বার্থান্বেষী নেতাকর্মীরা ষড়যন্ত্র করে কেন্দ্রীয় নেতাদেরকে ভুল বুঝিয়ে ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করান।
চাঁচড়া ইউনিয়ন বিএনপির কথিত নেত্রী দাবী মালেকা (সাবেক মেম্বার) চাচড়া ইউনিয়ন পরিষদে এসে সচিব ইয়াজ উদ্দিনের কাছে ২ শত ভিজিএফ চালের কার্ড দাবি করেন। সচিব তার দাবিকৃত কার্ড দিতে অপরগতা প্রকাশ করেন। এ সময় তার সাথে সচিবের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই নেত্রী চালের জন্য অপেক্ষাকরা মহিলাদের কাছ থেকে ফ্লিপকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। তা নিয়ে ওই মহিলাদের সাথে দাবিকৃত নেত্রীর হাতাহাতির ঘটনা ঘটে। তাকে বিএনপির কোনো নেতাকর্মীরা মারধর করেনি। তাছাড়া ইব্রাহিম হাওলাদার এর বিরুদ্ধে তাকে মারধরের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। ওই দিন ইব্রাহিম হাওলাদার এলাকাতেই ছিলেন না। তিনি ব্যবসায়িক কাজে ঢাকাতে অবস্থান করছিলেন। মূলত ইব্রাহীম হাওলাদারের জনপ্রিয়তা ও ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচন নিয়ে এখন থেকেই প্রতিপক্ষের ইশারায় এই ষড়যন্ত্রের কারন। মহিলা নেত্রী কোন দলের তা ক্ষতিয়ে দেখার আহবান জানান নেতা-কর্মীরা।
চাচাড়া ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সবুজ তালুকদার বলেন, বিগত দিনে ইব্রাহিম হাওলাদার সাধারণ জনগণের পাশে ছিলেন। আন্দালনে নেতৃত্ব দিয়েছেন,নেতা-কর্মীদেরকে সহায়তা করেছেন,যারা আওয়ামী লীগের অত্যাচারে তজুমদ্দিনে বসবাস করতে পারেননি তাদেরকে তিনি ঢাকার বাসায় থাকার স্থান করে দিয়ে নিজের অর্থে খাবার ব্যবস্থা করেছেন। তাকে কথিত নেত্রীর ষড়যন্ত্রের অংশ হিসাবে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেতাকর্মী ও আমাদের জনগণের মাঝে ফিরিয়ে দেয়ার দাবি করছি।
চাচড়া ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে ইব্রাহিম হাওলাদার কে বহিষ্কার করিয়ে এখন উল্লাস করছেন। আমরা এ বহিষ্কারের প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
যুবদল নেতা মোফাজ্জল সিকদার বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে অনেক মামলা ও হামলার শিকার হয়েছেন ইব্রাহিম হাওলাদার। আগামীতে চেয়াম্যান নির্বাচন নিয়ে এই ষড়যন্ত্র, ইব্রাহিম হাওলার সৎ,নিষ্ঠাবান, দানবীর ও পরোপকারী নেতার, তার বিকল্প নাই, তার জনপ্রিয়তা দেখে সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে।
২ জুন হাজার হাজার নেতা-কর্মীদর উপস্থিতিতে ভোটের মাধ্যমে জাহাঙ্গীর আলম সভাপতি ও ইব্রাহীম হাওলাদার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমরা তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানাচ্ছি। উপজেলা জেলা নেতারা ইব্রাহীমের বহিস্কারাদেশে হতভম্ব, তারা কেন্দ্রের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে ইব্রাহীম হাওরাদার ওই দিন ঢাকায় ছিলেন এবং বিএনপির কর্মী হসেবে একশতভাগ ত্যাগী, পরোপকারী ও দানবীর।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নোমান হোসেন, চাচড়া ৩নং ওয়ার্ড বিএনপির সভানেত্রী বিবি রহিমা, ঝর্ণা বেগম প্রমুখ।
এফপি/রাজ