Dhaka, Tuesday | 11 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 11 November 2025 | English
ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫৫২ নেতাকর্মী গ্রেপ্তার
বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি
আবারও বাড়ল সোনার দাম
শিরোনাম:

চট্টগ্রামে জাল নোট মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম  (ভিজিটর : ৫)

চট্টগ্রামে এক যুগ পুরোনো জাল নোট মামলায় মো. আবুল কাশেম (৪০) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল–৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগ প্রমাণিত বলে মনে করেন। ফলে বিচারক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২২ এপ্রিল রাতে বাকলিয়া থানার রাজাখালী ব্রিজের কাছে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে আটক করে। তাঁর প্যান্টের পকেট থেকে ১,০০০ টাকার ২৮টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২৮,০০০ টাকা। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্ত শেষে ২০১৪ সালে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয় এবং ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অবশেষে আজ রায় ঘোষণা করা হয়। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝