Dhaka, Monday | 7 July 2025
         
English Edition
   
Epaper | Monday | 7 July 2025 | English
মূল্যস্ফীতি দুই বছর পর ৯ শতাংশের নিচে
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯২
আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়তে দরকার দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা
পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
শিরোনাম:

পটুয়াখালী বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৪:৫৫ পিএম  (ভিজিটর : ৬)

পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক এ্যাড. মজিবর রহমান টোটনকে লালগালিচা সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন।

সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার নলখোলাবন্দরস্থ ঈদগাহ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মজিবর রহমান টোটন, জেলা বিএনপির নেতা মোস্তফা আহম্মেদ পিনু, কলাপাড়া উপজেলার বিএনপির সহ-সভাপতি মোঃ জাফরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায় গত ২ জুলাই পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কউিন্সিলে আট উপজেলার বিএনপির উপজেলা কমিটির নেতৃবৃন্দদের সর্বোচ্চ ভোটে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্রি এবং সাধারণ সম্পাদক পদে পদে এ্যাড. মজিবুর রহমান টোটন নির্বাচিত হয়। নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার দশমিনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করতে আসেন। জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের আগমন উপলক্ষে উপজেলা বিএনপি আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্রি বলেন দেশ মাতা খালেদা জিয়া গনতন্ত্রে বিশ্বাসী আর আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। পটুয়াখালী জেলার প্রত্যেকটি উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। কোন অপশক্তি আমাদের দলে কোন প্রকার ফাটল ধরাতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলের মধ্যে কোন নেতাকর্মী দখলবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটে জড়িত থাকলে তাদের কোন জায়গা হবেনা। গণতন্ত্র পূণপ্রতিষ্ঠিত করতে জেলা বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝