Dhaka, Tuesday | 8 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 8 July 2025 | English
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার রহস্য উদঘাটন দাবিতে মানববন্ধন
মূল্যস্ফীতি দুই বছর পর ৯ শতাংশের নিচে
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯২
আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়তে দরকার দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা
শিরোনাম:

বাংলাদেশে কী নায়িকা নাই— প্রশ্ন দীপা খন্দকারের

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব খান। নাম ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’। ট্যাগলাইন- ‘আমি কালা’। ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ পা রাখছেন বড় পর্দায়।

সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে টলিউডের মধুমিতা সরকারের। আর এই খবর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ফেসবুকে খবরটি শেয়ার করে ছোটপর্দার অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল (নায়িকা) রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

দীপার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা।

তানিয়া খাতুন নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের মেয়েগুলারে তুলে নিয়ে আসে, তাহলে কী হল! দেশের বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, নাজিফা তুসিসহ আরও অনেক আছে। এই নায়িকাগুলো কত সুন্দর। তাদের অভিনয় দক্ষতাও ভালো। তাদের কাজে লাগানো উচিৎ।’

হৃদয় সাহার মন্তব্য, ‘কলকাতায় তো অনেক অভিনেত্রী আছেন, তবুও তাদের প্রোডাকশনে জয়া আহসান, নুসরাত ফারিয়াদের কেন নেওয়া হয়?’

তারেকুল ইসলাম তারেক লিখেছেন, ‘চরিত্রের প্রয়োজনে যদি তাকে প্রয়োজন মনে করেন পরিচালক, সেক্ষেত্রে নেওয়া যাবে কিনা? বাংলাদেশি অভিনেত্রীরাও কো-প্রোডাকশন ব্যতীত ওপারে অভিনয় করেছেন বলে জানি।’

এমডি সুজন মল্লিক মন্তব্য করেছেন, ‘শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার ফিমেলরাই অনেক সময় এগিয়ে থাকে। রাজ্জাকসহ অনেকেই তো কলকাতায় কাজ করেছেন।’

সিনেমার শিরোনাম বা নায়িকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে পরিচালক ও শাকিব খান দু’জনই নিশ্চিত করেছেন- তারা আসন্ন ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝