Dhaka, Monday | 17 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 17 November 2025 | English
“রায়ের দু’চোখে উত্তপ্ত ঢাকা: ন্যায়, নিরাপত্তা এবং ভয়”
ডেঙ্গুতে আজও ৫ জনের মৃত্যু হয়েছে
আজ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি
শিরোনাম:

শিল্পকলায় আসছে ভৈরবীর নতুন নাটক ‘অগ্নিশ্রাবণ’

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৩৮৬)

সময়ের গতিপথ থেমে থাকে না সে এগিয়ে চলে নিজের ছন্দে, রচনা করে ইতিহাসের একের পর এক নতুন অধ্যায়। সেই পরিবর্তনের ধারায় নির্মিত হয়েছে ভৈরবী গীতরঙ্গ দলের নতুন নাট্যপ্রযোজনা ‘অগ্নিশ্রাবণ’, যা মঞ্চস্থ হতে যাচ্ছে ২৭ ও ২৮ জুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন ইলিয়াস নবী ফয়সাল। প্রতীকী ভাষা, কাব্যনির্ভর সংলাপ ও চিত্রকল্পের মিশেলে এই নাটকটি তুলে ধরবে সময়ের সাথে মানুষের অস্তিত্ব সংকট ও আত্মজাগরণের এক অন্তর্গত যাত্রা।

আগামী শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে এবং একই মঞ্চে শনিবার (২৮ জুন) দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটিতে অভিনয় করছেন— অর্পিতা, অপরিজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজিব, লাবন, নন্দিতা, পারমিতা, প্রীতম, নদী, লামিয়া, সিফাত, সোহা, অংকন, স্বপ্নীল, তোমো, প্রত্যাশা, রম্য, অর্থী, নোবেল, রিয়া, জিতু, আরিফ, আয়রিন, হিমেল, ঈশান, আতিশা, জ্যোতি, নাজমুল, পিনাকী, ফাল্গুনী,পার্থ।

প্রদর্শনীতে প্রবেশ সকলের জন্য উন্মুক্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই নাট্যপ্রযোজনা অনুষ্ঠিত হবে। নাট্যপ্রেমী ও সংস্কৃতিসচেতন দর্শকদের এই নাট্যযাত্রায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভৈরবী গীতরঙ্গ দল।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝