রংপুরের মিঠাপুকুর থানা এলাকা হতে ০১ জন হত্যা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে সকাল সাড়ে ৮টার দিকে আসামীমি তার নিজ বাড়ির সামনে থেকে ভিকটিমকে সুকৌশলে ডেকে নিয়ে আসামি ও তার সহযোগীরা মিলে আসামির নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ভিকটিমকে গুরুতর আঘাত করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা মিঠাপুকুর থানায় একটি ধর্ষণের চেষ্টাসহ হত্যা মামলা দায়ের করেন।
এরই সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল (১৫ মে ২০২৫) রাত ১১ টায় হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শাহপাড়া এলাকার মৃত মাহাম শাহ্’র ছেলে মোঃ খাজা মিয়া (৪৫)কে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রানীপুকুর এরশাদ মোড় এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/রাজ