শেরপুরের নালিতাবাড়ীতে ৫০০ কেজি ভারতীয় চিনি, ২৪ বোতল ভারতীয় মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিস, শিমুলতলা মহাখালী ও পৌরশহরের গড়কান্দা গাজীরখামার টেম্পুট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভারতীয় চিনিসহ গ্রেফতারকৃত হলো- হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি এলাকার জালাল উদ্দীনের পুত্র রাজু মিয়া (২০) ও ভারতীয় মদসহ গ্রেফতারকৃরা হলো- উপজেলার কালাকুমা এলাকার মনিদ্র মারাকের পুত্র নিবিড় সাংমা টুনটুন (২৫), একই এলাকার মৃত সমজ উদ্দিনের পুত্র মফিজুল ইসলাম (২৭), তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার মৃত রাম শংকর কালোয়ারের পুত্র সুধাংশু কালোয়ার (৫৫) এবং গাজাঁসহ গ্রেফতারকৃত হলো- পৌরশহরের গড়কান্দা টেম্পুট্যান্ড এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র জসিম উদ্দিন জুলফিকার (৪৮)।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে ইজিবাইক ভর্তি ৫০০ কেজি ভারতীয় চিনিসহ রাজু মিয়াকে গ্রেফতার করা হয় ও একই রাতে উপজেলার শিমুলতলা মহাখালী এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ নিবিড় সাংমা টুনটুন, মফিজুল ইসলাম ও সুধাংশু কালোয়ারকে গ্রেফতার করা হয় এবং পৌরশহরের গড়কান্দা গাজীর খামার টেম্পু স্টেন্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাজাঁসহ জসিম উদ্দিন জুলফিকারকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত চোরাকারবারি ও মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এফপি/রাজ