পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পাবনা জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি পাবনা কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থিত সাধারণ শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে টার্মিনাল গোলচত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এরপর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের এক বিশাল আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন। এই আন্দোলনে পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক নিহত হন, যা ইতিহাসে ‘হে মার্কেট ট্র্যাজেডি’ নামে পরিচিত। এর ধারাবাহিকতায় ১৮৮৯ সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। এই দিনে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আরও বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদন্নবী স্বপন, পাবনা পৌর বিএনপির সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরদার ও মমতাজ উদ্দিন খান মমতাজ এবং শ্রমিকদল নেতা আলম ও জেলা ছাত্রদলের নেতা আতিকুর রহমান মিঠু।
অনুষ্ঠানটি উদ্বোধন ও নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
বক্তারা বলেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ আজ তারা নানা ধরনের বঞ্চনার শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়া, চাকরির অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন কর্মপরিবেশ শ্রমজীবী মানুষের জীবনে প্রতিনিয়ত সংকট তৈরি করছে।
তারা বলেন, একটি শ্রমবান্ধব সরকার ছাড়া শ্রমিকের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য শ্রমিকদের সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে পাবনার বিভিন্ন ইউনিট থেকে আগত শ্রমিক দলের নেতাকর্মী এবং সাধারণ শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র ও স্লোগানে মুখর ছিল পুরো আয়োজন।
এফপি/রাজ