২০২৫ সালের হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছানো প্রথম বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে একজন, মো. খলিলুর রহমান (৭০), মদিনায় মৃত্যুবরণ করেছেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার, ২৯ এপ্রিল, স্থানীয় সময় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক বুলেটিন অনুযায়ী, ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে এখন পর্যন্ত ১৩,১৯১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩,৭৩৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯,৪৫৩ জন।
হজ ফ্লাইট পরিচালনা করছে তিনটি এয়ারলাইনস: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটে ৫,৮১১ জন, সাউদিয়া ৯টি ফ্লাইটে ৩,৫৭৪ জন এবং ফ্লাইনাস ৯টি ফ্লাইটে ৩,৮০৬ জন হজযাত্রী পরিবহন করেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত, এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।
মো. খলিলুর রহমানের মৃত্যুতে হজ মিশনের হেল্পডেস্ক গভীর শোক প্রকাশ করেছে। তার মৃত্যু হজযাত্রীদের জন্য একটি দুঃখজনক ঘটনা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
এফপি/রাজ