Dhaka, Saturday | 3 May 2025
         
English Edition
   
Epaper | Saturday | 3 May 2025 | English
যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত
প্রতিবাদী কণ্ঠস্বরের বিমূর্ত প্রতীক সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ
মে দিবসে কুবি শিক্ষার্থীদের ভাবনায় ‘শ্রম অধিকার’
নারী সংস্কারের বিরুদ্ধে এক মঞ্চে ডানপন্থি দল, সরকারকে কঠোর হুঁশিয়ারি
শিরোনাম:

সাতক্ষীরায় বিজিবির অভিযানে জেলি পুশকৃত ৫ পিকআপ চিংড়ি জব্দ

প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ২:৪৭ পিএম  (ভিজিটর : ২৫)

সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে পাঁচ পিক-আপ ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকৃত সাদা সোনা নামে খ্যাত চিংড়ি বাগদা মাছ আটক করা হয়েছে। এসময় মানবদেহে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকরার অভিযোগে ৫ জন মৎস্য ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ মে) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত গলদা-বাগদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গমন করবে। ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে শহরের আলিয়া মাদ্রাসার মোড় এলাকায় বিশেষ অভিযানে ৫ পিকআপ গলদা-বাগদা চিংড়ি মাছ আটক করে।

পরবর্তীতে আটককৃত চিংড়ি মাছগুলি সিনিয়র মৎস কর্মকর্তা মো.শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে ৩০০ কেজি গলদা-বাগদা চিংড়ি মাছে ক্ষতিকর জেলী বা অপদ্রব্য পুশ সনাক্ত করে যার মূল্য ৬ ছয় লক্ষ টাকা।

তিনি আরও জানান, চিংড়ি মাছের মধ্যে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করার অভিযোগে মৎস্য ব্যবসায়ী দেবহাটার কদমখালী গ্রামের মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে জয়দেব মন্ডলকে ২৪ হাজার টাকা, আশাশুনির হাড়িভাঙা গ্রামের স্বপন মিস্ত্রির ছেলে আনন্দ মিস্ত্রীকে ১০ হাজার টাকা, দেবহাটার হিজলডাঙ্গা গ্রামের আলী সরদারের ছেলে রবিন সর্দারকে ১০ হাজার এবং আশাশুনির দক্ষিণ একসরা গ্রামের আজিবর গাজীর ছেলে আনিসুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় ৩০০ কেজি গলদা-বাগদা চিংড়ি মাছ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝