মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বাজারে দোকানে ঢুকে স্বর্ণকারকে ছুরিকাঘাত করে ৩টি সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত স্বর্ণকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত স্বর্ণকারের নাম শুভ কর্মকার (৩৪)। সে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বাজার হোসেন্দী গ্রামের কালাচাঁদ কর্মকারের ছেলে।
শুক্রবার (০২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজারে ‘সোমা জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত স্বর্ণকার শুভ কর্মকার জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জুমার নামাজের সময় হওয়ায় বাজারে সে সময় লোকজন কম ছিল। এমন সময় নতুনচর গ্রামের মোস্তফা তার দোকানে স্বর্ণের চেইন কেনার উদ্দেশ্যে আসে। মোস্তফা তাকে কয়েকটি স্বর্ণের চেইন দেখানোর কথা বলে। তিনি তার কথামতো কয়েকটি চেইন বের করে তাকে দেখানোর সময় মোস্তফা আর কোমর থেকে ধারালো ছুরি বের করে তাকে ছুরিকাঘাত করে তিনটি চেইন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ছিনতাই করা তিনটি চেইনের ওজন দুই ভরি চার আনা যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা।
বিষয়টি সম্পর্কে তার চাচাতো ভাই অঙ্কন কর্মকার বলেন, ‘আমারো স্বর্ণের দোকান আছে। আমরা বেশ কিছুক্ষণ আগেই দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলাম। এই খবর পেয়ে দৌড়ে আমরা হোসেন্দী বাজারে ছুটে আসি। আমার ভাইয়ের ডান হাতে বেশ কয়েকটি ছুরির আঘাত রয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, এরকম একজন রোগী আমাদের হাসপাতালে এসেছে। তার ডান হাতে ২১টি সেলাই পড়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে এই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এফপি/রাজ