Dhaka, Friday | 2 May 2025
         
English Edition
   
Epaper | Friday | 2 May 2025 | English
প্রতিবাদী কণ্ঠস্বরের বিমূর্ত প্রতীক সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ
মে দিবসে কুবি শিক্ষার্থীদের ভাবনায় ‘শ্রম অধিকার’
নারী সংস্কারের বিরুদ্ধে এক মঞ্চে ডানপন্থি দল, সরকারকে কঠোর হুঁশিয়ারি
বাঞ্ছারামপুর উপজেলায় আলো ছড়াচ্ছেন ইউএনও ফেরদৌস আরা
শিরোনাম:

বাঞ্ছারামপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত তামিম ঢাকা থেকে গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১:৫৫ পিএম  (ভিজিটর : ৩০৮)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের তেজখালি ইউনিয়নের জয়নগর গ্রামে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তামিম (২২) কে অবশেষে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

বুধবার গভীররাতে ঢাকার কেরানীগঞ্জ পুলিশের সহায়তায় জিঞ্জিরার একটি পরিত্যক্ত ভবন থেকে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই ফারুক ও এসআই সাদেকসহ একটি বিশেষ দল ধর্ষণের ১৬ দিন পর গ্রেফতার করে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে যায়।

এদিকে নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশংকাজনক।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, অভিযুক্ত তামিম অনেক ধুরন্ধর, সে বার বার লোকেশন চেন্জ করায় আমাদের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে অবশেষে ঢাকার কেরানীগঞ্জ থেকে আজ রাতে আটক করে সকালে আদালতে প্রেরণ করি।

এর আগে, গত ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে কোরআনে হাফেজ মো.তামিম তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে ৬ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। এ বিষয়ে শিশুটির মা- বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরে, স্থানীয়রা ধর্ষকের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠে। একের পর এক বিক্ষোভ, মানববন্ধন করতে থাকে এলাকাবাসী।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝